Breaking News

বাসস্ট্যান্ডে গম্বুজ, গুঁড়িয়ে দেওয়ার হুমকি বিজেপি এমপির

বুলডোজার দিয়ে একটি বাসস্ট্যান্ড গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন ভারতের কর্নাটক রাজ্যের বিজেপি সংসদ সদস্য। তার দাবি, দুটি গম্বুজসহ বাসস্ট্যান্ডটি দেখতে একেবারে মসজিদের মতো। তাই সেটিকে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিতে চান তিনি। তার এই মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই সরব হয়েছে কর্নাটকের বিরোধী দল কংগ্রেস।

 

একে নির্বোধের মতো মন্তব্য বলে আখ্যা দিয়েছে তারা। 

প্রতাপ সিংহ নামে ওই সংসদ সদস্যের দাবি, ‘সোশ্যাল মিডিয়ায় ওই বাসস্ট্যান্ডটি দেখেছি। সেটির মাথায় দুটি গম্বুজ রয়েছে। একটি বাসস্ট্যান্ডের মাঝে এবং অপরটি তার পাশে। সেটা তো একেবারে মসজিদ! নির্মাণ প্রকৌশলীদের জানিয়েছি, হাতে ৩-৪ দিন সময় রয়েছে। তার মধ্যে ওটা না ভাঙলে আমি নিজেই বুলডোজার চালিয়ে বাসস্ট্যান্ডটি ভেঙে গুঁড়িয়ে দেব। ‘

 

যে বাসস্ট্যান্ডটি নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মাইসুরু-কোডগু লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য, সেটি মাইসুরু-উটি রোডে অবস্থিত। বিজেপি সংসদ সদস্যের এমন মন্তব্যে তাকে নিন্দা করেছেন কর্নাটকের প্রদেশ কংগ্রেস প্রধান সেলিম আহমেদ। তিনি বলেছেন, ‘মাইসুরু সংসদ সদস্য নির্বোধের মতো মন্তব্য করেছেন। যে সমস্ত সরকারি অফিসে গম্বুজ রয়েছে, সেগুলোও কি তিনি গুঁড়িয়ে দেবেন?’

 

এই প্রথম নয়, এর আগেও বহু বার বিতর্কিত মন্তব্য করেছেন প্রতাপ। শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভের সময় তার মন্তব্য ছিল, ‘ভাল চাকরি করার জন্য কলেজে আসে সবাই। তবে এই পড়ুয়ারা কলেজে আসেন হিজাব দেখাতে। হিজাব, বোরখা, পায়জামা— চাইলে যা খুশি পরুন। তবে সেগুলো পরে স্কুলের বদলে মাদ্রাসায় যান। আপনাদের ভাবাবেগকে সম্মান জানিয়েই মাদ্রাসা চালাতে আলাদা তহবিল গড়েছে সরকার। সেখানে যান!’

 

এখানেই শেষ নয়, হিজাব-বিতর্কে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকেও আক্রমণ করে বসেন প্রতাপ। সিদ্দারামাইয়াকে ‘সিদ্দারহিমাইয়া’ বলে সম্বোধন করেছিলেন তিনি।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

About admin

Check Also

৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু

ভারত ও বাংলাদেশের মধ্যে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় আগামী শুক্রবার (৩ সেপ্টেম্বর) থেকে ফ্লাইট আবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *