সৌদি আরবে সড়ক দু’র্ঘটনা খুবই ভ’য়ঙ্কর। একটি দু’র্ঘটনা সারা জীবনের কান্না। তবে আবহাওয়ার জন্য দু’র্ঘটনা সৌদিতে বেশী ঘটে থাকে। এর মধ্যে কুয়াশা এবং বালির ঝড়ের কারণে সৌদি আরবে অনেক দু’র্ঘটনা ঘটে আসছে।
সৌদি সরকারের একটি পর্যবেক্ষণের পর দেশটির সরকার চালকদের জন্য বেশ কিছু আইন এবং দুর্ঘটনা প্রবণ এলাকা থেকে নিদর্শন সহ বিশেষ সতর্কতার জন্য কাজ করে যাচ্ছে নিরলস। এদিকে আল – বাহা অঞ্চলটিকে বিশেষ ভাবে চিহ্নিত করে আর চালকদের সতর্ক করার কাজ চলছে। কুয়াশার কারনে রাস্তা না দেখা যাওয়ার কারণে আল-বাহা অঞ্চলের সমস্ত গাড়িচালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোর আহ্বান জানাচ্ছি ।রাস্তা সীমিত দৃশ্যমানতার কারণে এই অঞ্চলের পার্কের আশে পাশে সাইটগুলিতে কুয়াশার কারনে রাস্তা তেমন দেখা যাচ্ছে না। সবার নিরাপত্তা কামনা করছি