দ্র পাড়ি দিতে পারেনা। কথায় কথায় দামোদর কিংবা গঙ্গায় যাওয়ার কথা বলে না বয়স বাড়লে লোপ পায় মগজ, ঘুণে ধরে যায় প্রেমের স্মৃতি। বয়স বাড়তে বাড়তে একদিন দেখলাম হাতে থাকা কাঠের লাঠি ভেঙে পড়ে গেলো বসন্তের প্রেম। বুক থেকে নেমে গেলো খণ্ডন করা তীব্র কামনার চুম্বন! বয়স কম হলে এখন বরং চুমুয় কাটতো রাত, বোবা সঙ্গমে বুকের পাজরে ভাঙা উল্লাস শোনা যেতো। ভালোবাসার বয়স আজকাল হুহু করে বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধ ভালোবাসার চাদরে নিজেকে মুড়িয়ে দেখলাম অনেককাল এভাবে ভালোবেসে কাটিয়েছি যুবকের জন্য। অনেককাল আমার বুকের জুঁই ফুলে ভাসিয়েছি, এতোকাল পরে এসে জুঁই ফুলের কলি শুকিয়ে গেছে। শুকনো ফুল কেউ গ্রহণ করেনা, যুবকও করেনি!ভা